ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ভারতে না খেলার ইঙ্গিত ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় দেশগুলোর
স্পোর্টস ডেস্ক: নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে কয়েকটি শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশ টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি এক প্রতিবেদনে জানিয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে গিয়ে বিশ্বকাপে খেলার বিষয়ে আপত্তির কথা সংশ্লিষ্ট মহলকে অবহিত করেছে। দেশটির উদ্বেগের মূল কারণ নিপা ভাইরাসের উচ্চ মৃত্যুহার ও সংক্রমণের ঝুঁকি।
অস্ট্রেলিয়াও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। তিনি বলেন, নিপা ভাইরাসকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। তবে আপাতত অস্ট্রেলিয়ায় আগত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়নি, যদিও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম শুরু হলেও অস্ট্রেলিয়া এই মুহূর্তে বিমানবন্দরে অতিরিক্ত কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়নি।
এদিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে। বিশ্বজুড়ে নিপা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আলোচনা বাড়তে থাকায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কাও তীব্র হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের একাধিক দেশও ভারতে খেলতে অনাগ্রহ দেখাচ্ছে। এই প্রেক্ষাপটে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। উল্লেখ্য, ২০ দলের এই বৈশ্বিক আসরের ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, কিছুদিন আগেই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি নাকচ করে দিয়েছিল, যা বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়াকে আরও জটিল করে তুলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ