ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)

২০২৫ ডিসেম্বর ১৭ ১৯:৪১:৫৯

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)

সরকার ফারাবী: ক্রিকেটপ্রেমীদের জন্য কিছুটা দুঃসংবাদ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। উত্তরপ্রদেশের লখনউতে অবস্থিত অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে তা স্থগিত বা বিলম্বিত (Match Delayed) ঘোষণা করা হয়েছে।

কেন বিলম্ব হচ্ছে?যদিও ম্যাচের স্কোরকার্ডে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি, তবে সাধারণত লখনউয়ের আবহাওয়া বা ভেজা আউটফিল্ডের (Wet Outfield) কারণেই ম্যাচ শুরু হতে দেরি হয়। আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন এবং পরিস্থিতির উন্নতি হলে নতুন করে টসের সময় জানানো হবে।

ম্যাচের গুরুত্ব:পাঁচ ম্যাচের এই সিরিজে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের জন্য সিরিজ জয়ের পথ প্রশস্ত করতে লখনউতে জয় পাওয়াটা জরুরি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চাইবে এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাতে বা এগিয়ে যেতে।

দর্শকরা মাঠে উপস্থিত থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় তারা এখন পরবর্তী আপডেটের অপেক্ষায় আছেন। ওভার কাটার আশঙ্কা থাকলেও দুই দলই পূর্ণাঙ্গ ম্যাচ খেলার আশা রাখছে।

সরাসরি দেখতে এখানেক্লিককরুন।

ট্যাগ: বিসিসিআই suryakumar yadav cricket live score ক্রিকেট নিউজ ক্রিকেট আপডেট সূর্যকুমার যাদব টস আপডেট টি-টোয়েন্টি সিরিজ স্পোর্টস আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা aiden markram লাইভ স্ট্রিমিং Cricket News T20 Series দক্ষিণ আফ্রিকা ক্রিকেট Live Streaming ind vs sa Cricket Update ভারত সফর ২০২৫ South Africa Tour of India ক্রিকেট লাইভ স্কোর sports update cricket fans Toss Update BCCI ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ IND vs SA Live এইডেন মার্করাম ক্রিকেট ফ্যানস ৪র্থ টি-টোয়েন্টি 4th T20I Team India Proteas একানা স্টেডিয়াম Ekana Stadium ম্যাচ ডিলে Match Delayed লখনউ টি-টোয়েন্টি Lucknow T20 টিম ইন্ডিয়া প্রোটীয় বাহিনী বৃষ্টিতে খেলা বন্ধ Match Delayed by Rain লখনউ আবহাওয়া Lucknow Weather CSA ফ্লাডলাইট ক্রিকেট Floodlight Cricket একানা স্টেডিয়াম আপডেট Ekana Stadium Update গুরুত্বপূর্ণ ম্যাচ Critical Match

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত