ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবির ছাত্রীদের হলে স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করল ডুয়া

২০২৫ ডিসেম্বর ১০ ১২:৩১:৩২

ঢাবির ছাত্রীদের হলে স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করল ডুয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন হলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ডুয়া কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানীসহ অ্যালামনাই এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল, বেগম সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সায়েন্স ফ্যাকাল্টির কমনরুমে এ সামগ্রী দেওয়া হয়। এছাড়া উদয়ন স্কুল এন্ড কলেজ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেও প্রদান করা হয়।

এসময় ডুয়ার সদস্য সচিব সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, আমরা দায়িত্বে আসার পর থেকে আমাদের দায়িত্ববোধ থেকে বর্তমান শিক্ষার্থীদের কল্যানে আম্রা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন কাজ করেছি। ছাত্রীদের প্রতিটি হলে এবং হলের বাইরেও ক্যাম্পাসের স্কুলগুলোতে ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করছি। এ ধরনের প্রোগ্রাম অব্যহত থাকবে বলে প্রত্যাশা করছি।

আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, আমরা আজ স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করেছি। মেয়েদের সুস্বাস্থ্যের জন্য এটি খুবই প্রয়োজনীয়। আগামীতে এসব উদ্যোগে অন্যন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে। আমরা যতদিন দায়িত্বে আছি আমাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ প্রাধান্য পাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত