ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

লামার ৭৫ রিসোর্ট বন্ধ ঘোষণা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ২২:২১:০৫
লামার ৭৫ রিসোর্ট বন্ধ ঘোষণা

বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের ঢালুতে অবস্থিত প্রায় ৭৫টি রিসোর্ট ঝুঁকির মুখে পড়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন।

তিনি জানান, মিরিঞ্জা ভ্যালিসহ লামা উপজেলার প্রায় সব রিসোর্ট পাহাড়ের ঢালুতে অবস্থিত। আগত পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে সবার সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত