ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস; কারণ দানশীলতা!
 
                                    এক সময় বিশ্বের শীর্ষ ধনীদের একজন ছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও বিল গেটস। তবে এখন তিনি আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, সম্পদের পুনঃগণনায় দেখা গেছে বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০০ কোটি ডলারে। অর্থাৎ, তার সম্পদ কমেছে প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলার।
ব্লুমবার্গের ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানে বিল গেটস রয়েছেন ১২তম স্থানে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স সম্প্রতি বিশ্বের শীর্ষ ১২ জন ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিরা ও তাদের সম্পদের পরিমাণ নিচে তুলে ধরা হলো—
১. ইলন মাস্ক – ৩৬,১০০ কোটি ডলার২. মার্ক জাকারবার্গ – ২৫,৪০০ কোটি ডলার৩. ল্যারি এলিসন – ২৫,৩০০ কোটি ডলার৪. জেফ বেজোস – ২৪,৪০০ কোটি ডলার৫. স্টিভ বালমার – ১৭,২০০ কোটি ডলার৬. ল্যারি পেইজ – ১৬,৩০০ কোটি ডলার৭. বেরনার্ড আর্নল্ট – ১৬,১০০ কোটি ডলার৮. সের্গেই ব্রেইন – ১৫,৪০০ কোটি ডলার৯. ওয়ারেন বাফেট – ১৪,৬০০ কোটি ডলার১০. জেনসেন হুয়াং – ১৩,৯০০ কোটি ডলার১১. মাইকেল ডেল – ১৩,৮০০ কোটি ডলার১২. বিল গেটস – ১২,৪০০ কোটি ডলার
তালিকায় ৫ নম্বরে থাকা স্টিভ বালমার একসময় মাইক্রোসফট করপোরেশনে বিল গেটসের অধীনেই কাজ করতেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নিলে তিনি প্রতিষ্ঠানের সিইও পদে দায়িত্ব গ্রহণ করেন।
অর্থাৎ মোট সম্পদের দিক থেকে একসময় যাদের পেছনে ফেলেছিলেন বিল গেটস। এখন তিনি শুধু তাদের নয়, এমনকি মাইক্রোসফটে নিজের সাবেক অধঃস্তন স্টিভ বালমারের চেয়েও পিছিয়ে পড়েছেন।
তবে বিল গেটসের সম্পদ কমার মূল এবং একমাত্র কারণ তার উদারতা ও দানশীলতা। বিগত কয়েক বছর ধরে তিনি স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা খাতে গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দান করেছেন। এমনকি করোনা টিকা গবেষণার জন্যও তিনি শত শত কোটি ডলার অনুদান দিয়েছেন।
ব্লুমবার্গের তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এসব তথ্য শেয়ার করেছেন।
২০০০ সালে বিল গেটস মাইক্রোসফট থেকে বিদায়ের পর কোম্পানির কর্মীদের মধ্যে প্রফিট শেয়ারিং নীতিতে পরিবর্তন আনা হয়। এর ফলে গেটস বিদায় নেওয়ার পরও বালমার কোম্পানির প্রায় চার শতাংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছিলেন। যা বিল গেটস পাননি।
বিল গেটসের পর মাইক্রোসফটের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বালমার। তিনি ২০১৪ সালে সিইও পদ থেকে অবসর নেন।
সূত্র: ব্লুমবার্গ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                     
             
             
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    