ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
যুদ্ধোত্তর সামরিক মহড়ায় ইরান
ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরান। বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া এ মহড়ার নাম রাখা হয়েছে ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’। গালফ অব ওমান ও ভারত মহাসাগরে আয়োজিত মহড়ায় ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণের অনুশীলন করছে। খবর রয়টার্সের।
যদিও ইরান নিয়মিত মহড়া আয়োজন করে থাকে তবুও এবারের মহড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তাই যুদ্ধ-পরবর্তী সময়ে নিজেদের সক্ষমতা ও প্রস্তুতি প্রদর্শন করতেই তেহরানের এ উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রে লক্ষ্যভেদী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একইসঙ্গে ড্রোনের মাধ্যমে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে। তবে এখনো এ মহড়ার কোনো ভিডিও প্রকাশ করা হয়নি।
মহড়ার আগে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ জানান, ইরানি সেনারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “কোনো শত্রুপক্ষ অভিযান চালালে আমাদের বাহিনী এসব ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত।”
প্রায় ১৮ হাজার সদস্যবিশিষ্ট ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় বান্দার আব্বাস শহরে অবস্থিত। সাধারণত এ বাহিনী গালফ অব ওমান, ভারত মহাসাগর ও কাস্পিয়ান সাগরে টহল দিয়ে থাকে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে রেভল্যুশনারি গার্ড, যারা পশ্চিমা জাহাজ আটকানো এবং মার্কিন নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করার জন্য বিশেষভাবে পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত