ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
যুদ্ধোত্তর সামরিক মহড়ায় ইরান

ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরান। বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া এ মহড়ার নাম রাখা হয়েছে ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’। গালফ অব ওমান ও ভারত মহাসাগরে আয়োজিত মহড়ায় ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণের অনুশীলন করছে। খবর রয়টার্সের।
যদিও ইরান নিয়মিত মহড়া আয়োজন করে থাকে তবুও এবারের মহড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তাই যুদ্ধ-পরবর্তী সময়ে নিজেদের সক্ষমতা ও প্রস্তুতি প্রদর্শন করতেই তেহরানের এ উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রে লক্ষ্যভেদী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একইসঙ্গে ড্রোনের মাধ্যমে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে। তবে এখনো এ মহড়ার কোনো ভিডিও প্রকাশ করা হয়নি।
মহড়ার আগে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ জানান, ইরানি সেনারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “কোনো শত্রুপক্ষ অভিযান চালালে আমাদের বাহিনী এসব ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত।”
প্রায় ১৮ হাজার সদস্যবিশিষ্ট ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় বান্দার আব্বাস শহরে অবস্থিত। সাধারণত এ বাহিনী গালফ অব ওমান, ভারত মহাসাগর ও কাস্পিয়ান সাগরে টহল দিয়ে থাকে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে রেভল্যুশনারি গার্ড, যারা পশ্চিমা জাহাজ আটকানো এবং মার্কিন নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করার জন্য বিশেষভাবে পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা