ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

২০২৫ আগস্ট ২২ ২১:৫৭:৩৬

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

মার্কিন সামরিক বাহিনীতে এক ঐতিহাসিক অর্জনে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন পদ গ্রহণ করেন। এই পদোন্নতির মাধ্যমে তিনি মার্কিন বিমান বাহিনীতে অন্যতম শীর্ষ পদে আসীন হলেন।

গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য যে তালিকা মনোনয়ন দিয়েছিলেন, শরিফুল খান ছিলেন তাদের মধ্যে অন্যতম। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ট্রাম্পের মনোনীত ৫৫ জন কর্মকর্তার মধ্যে একজন হিসেবে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হলেন।

মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান বর্তমানে পেন্টাগনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন। তিনি দেশটির সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’-এর স্টাফ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও শক্তিশালী এবং এর মূল লক্ষ্য হলো যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা। গত ২০ মে প্রেসিডেন্ট ট্রাম্প এই উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা দেন, যার বাস্তবায়নের গুরুদায়িত্ব এখন শরিফুল খানের কাঁধে।

শরিফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি স্পেস কন্ট্রোল, স্পেস সিস্টেমস এবং স্যাটেলাইট অপারেটর হিসেবে গুরুত্বপূর্ণ অপারেশনাল অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও, তিনি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে দুইবার নিযুক্ত ছিলেন এবং ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’-তে ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত