ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আরব বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল
মধ্যপ্রাচ্যে তীব্র তাপপ্রবাহের কারণে আরব বিশ্বের পাঁচটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইরাক, আলজেরিয়া, লেবানন, সিরিয়া এবং মরক্কোর বিস্তীর্ণ বনভূমি, চারণভূমি এবং কৃষিজমি এই অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে। বুধবারও এই দেশগুলোর বিভিন্ন অঞ্চলে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে তুরস্কের আনাদলু এজেন্সি।
ইরাক
উত্তর ইরাকের কুর্দিস্তান প্রদেশের হালাবজা জেলায় গত রোববার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা গেছে, শত শত হেক্টর জমি ও ছয়টি গ্রামের তৃণভূমি ধ্বংস হয়েছে। আগুনে অসংখ্য পশু-পাখি মারা গেছে এবং মৌমাছি খামার ও পশুপালন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
হালাবজা সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন আব্দুলরহমান জানান, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গেলেও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়। এতে ৫ হাজার দুনামের (প্রায় ১,২৩৫ একর) বেশি বন ও বাগান পুড়ে যায়। ধ্বংস হয় ছয় গ্রামের খামার, নিহত হন দুই গ্রামবাসী। তিনি বলেন, ‘অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পুনরায় এ ধরনের ঘটনা এড়াতে এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।’
হালাবজার গভর্নর নুখশা নাসিহ সংবাদ সম্মেলনে জানান, কৃষিজমি ধ্বংসের অঙ্কও প্রায় ৫ হাজার দুনাম। তিনি সরঞ্জামের অভাব, দুর্গম ভূগোল ও প্রতিকূল আবহাওয়াকে নিয়ন্ত্রণে দেরির কারণ হিসেবে উল্লেখ করেছেন।
মরক্কো
মরক্কোর তেতুয়ান প্রদেশের দোয়ার আল-ঘরারসার বনে সোমবার দাবানল ছড়িয়ে পড়ে। ন্যাশনাল এজেন্সি ফর ওয়াটার অ্যান্ড ফরেস্ট জানিয়েছে, আগুন দ্রুত পাশের দোয়ার বেনি কারার এলাকার কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই মরক্কোতে ৩৮২টি দাবানল হয়েছে, যাতে পুড়েছে প্রায় ৮৭৪ হেক্টর বনভূমি। যদিও এটি ২০২৩ সালের তুলনায় ৮২ শতাংশ কম।
আলজেরিয়া
আলজেরিয়ার সিভিল ডিফেন্স জানায়, দেশটির বিভিন্ন প্রদেশে একদিনে ১৮টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে ১০টির আগুন নেভানো হয়েছে, ৪টি এখনো জ্বলছে এবং আরও ৪টি নজরদারিতে রাখা হয়েছে। পূর্বাঞ্চলের বেজাইয়াতেই ৭টি দাবানল দেখা দেয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে বারবার বনাগ্নির ঘটনা ঘটছে। যদিও ২০২১, ২০২২ ও ২০২৩ সালের মতো ভয়াবহ নয়। সে সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এ বছর আগুন মোকাবিলায় সরকার ১৫টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে। নিরাপত্তার স্বার্থে অক্টোবর পর্যন্ত বনে ক্যাম্পিং ও বারবিকিউ নিষিদ্ধ করা হয়েছে।
লেবানন ও সিরিয়া
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দেশজুড়ে অন্তত ১০২টি দাবানলের খবর পেয়েছে, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ। এর মধ্যে ৭৪টি আগুন ছড়িয়ে পড়েছে বনভূমি, ফলের বাগান, তৃণভূমি, আবাসিক এলাকা ও আবর্জনার স্তূপে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আগুনের কারণে স্থানীয় মানুষের জীবিকা, বিশেষ করে কৃষি ও পশুপালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সেনা বাহিনীও দমকলকর্মীদের সহায়তায় মাঠে নেমেছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স জানায়, লাতাকিয়া প্রদেশের সালমা শহরের কাছে এক বনভূমির আগুন মঙ্গলবার নিয়ন্ত্রণে আনা হয়। প্রচণ্ড বাতাস ও দুর্গম এলাকায় কাজ করেও দমকল বাহিনী আগুন ঠেকাতে সক্ষম হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, শুধু গত সপ্তাহেই চারটি প্রদেশে ১০টি দাবানল নেভাতে হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন