ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
বিএনপিকে সরাতে মাইনাস-টু ফর্মুলা সক্রিয় হয়েছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন আ’লীগ পলানোর পর বিএনপিকেও সরিয়ে দেশকে রাজনীতিশূন্য করতে দেশি-বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় হয়েছে বলে ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে ঘিরে কিছু মহল দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মির্জা আব্বাস দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে এ ধরনের চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
মির্জা আব্বাসের বলেন, দেশের রাজনীতিতে নতুনভাবে একটি মাইনাস-টু ফর্মুলা চালু করার চেষ্টা চলছে, যা ১/১১ সময়কার ফর্মুলার মতোই। আগেরবার সেটি এসেছিল সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন কৌশলে একই চেষ্টায় লিপ্ত রয়েছে।
আব্বাস অভিযোগ করেন, সমন্বিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে অবিশ্বস্ত শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে থাকা আওয়ামীপন্থী অংশও এই প্রচেষ্টায় সক্রিয়, যারা মনে করছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে দুর্বল করতে পারলে ক্ষমতা নিজেদের দখলে নিতে পারবে।
কারা এ ষড়যন্ত্রে জড়িত এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, শয়তান নানা ছদ্মবেশে আসে। দেশি-বিদেশি মাস্টারমাইন্ডরা মিলেই নতুন মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে।
তার মতে, এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য বিএনপিকে দুর্বল করে দেশের রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। ইসলামী দলসহ কয়েকটি রাজনৈতিক শক্তিও বিভিন্ন ইস্যু তুলে ধরে ফেব্রুয়ারির নির্বাচনের পথ রুদ্ধ করতে চাইছে। তাদের আচরণকে তিনি “ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে আখ্যা দেন।
জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন, আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি, দেশের মাটি অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। তার দাবি, নতুন মাইনাস-টু ফর্মুলা, সেন্ট মার্টিন ও সাজেক ইস্যু কিংবা নিউ মুরিং টার্মিনালকে কেন্দ্র করে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই ষড়যন্ত্রের অংশ।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং। বিএনপির বিপুল জনপ্রিয়তাকে ঠেকাতেই কিছু মহল প্রতিহিংসাপরায়ণ হয়ে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তবে তার বিশ্বাস, জনগণ বিএনপির প্রতি আস্থাশীল, মিথ্যা প্রচারণায় দলকে দুর্বল করা যাবে না।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন থেকে আওয়ামী ঘনিষ্ঠদের অপসারণ জরুরি বলে তিনি মত দেন। একই সঙ্গে তিনি জানান, বিএনপি সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছে।
সম্ভাব্য জোট নিয়ে প্রশ্নের জবাবে আব্বাস বলেন, তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে। তবে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, যা সফল হলে দেশ বড় বিপর্যয়ে পড়বে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠানের ঘোষণার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই, নির্বাচন যথাসময়ে হবে।
খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ তার ইচ্ছা ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ক্ষমতায় গেলে খালেদা জিয়ার ভূমিকা নিয়েও সুনির্দিষ্ট কিছু বলতে রাজি হননি আব্বাস।
ইসলামী দলগুলোর জোট গঠনের উদ্যোগ নিয়ে তিনি বলেন, বিএনপি এতে চিন্তিত নয়। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনীতিকেই সমর্থন করে, সাম্প্রদায়িকতাকে নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে