ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব

২০২৫ আগস্ট ২২ ২১:১২:৪৫

কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া গ্রুপের রপ্তানি আয় নিয়ে বড় ধরনের তদন্তে নেমেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির ৮ হাজার কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা হারিয়ে যাওয়ার অভিযোগে এ ঘটনায় সংশ্লিষ্ট চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগের পরিচালককে তলব করা হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৬ আগস্ট এফআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে ব্যাখ্যা চাইবে সংস্থাটি। পাশাপাশি কেয়া গ্রুপের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী ও রপ্তানি বাবদ প্রাপ্ত অর্থের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।

এফআরসির নোটিশে বলা হয়, সাউথইস্ট ব্যাংক ২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৯ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার, পূবালী ব্যাংক ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০ কোটি ১৯ লাখ ডলার, ন্যাশনাল ব্যাংক ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ কোটি ৮৫ লাখ ডলার এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৫ লাখ ডলার কেয়া কসমেটিক্স লিমিটেডের এফসি অ্যাকাউন্টে জমা করেনি। মোট ৬৬ কোটি ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫২ কোটি টাকা—এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান জানান, “আমাদের রপ্তানি আয়ের বিপুল অঙ্কের টাকা ব্যাংকগুলো জমা না দেওয়ায় আমরা বঞ্চিত হয়েছি। আমি ইতোমধ্যে অর্থ উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিএসইসি ও এফআরসিকে তদন্তের অনুরোধ জানিয়েছি। ব্যাংকের এই ভুলের কারণে আমাদের কোম্পানি খেলাপি হয়েছে।”

অন্যদিকে চার ব্যাংক দাবি করছে, কেয়া গ্রুপ তাদের কাছে ঋণ পরিশোধ করেনি। এ কারণে প্রতিষ্ঠানটিকে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার পাওনা না মেটানোয় খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে অভিযোগ-পাল্টা অভিযোগে জড়িয়ে পড়েছে উভয় পক্ষ।

উল্লেখ্য, ইতোমধ্যেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অভিযোগ তদন্তে একটি অডিট ফার্ম নিয়োগ করেছে। সেই কাজ চলমান থাকলেও নতুন করে এফআরসি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা শুরু করেছে।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত