ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
গা'জাকে নিয়ে জাতিসংঘের আনুষ্ঠানিক ঘোষণা
জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গাজা শহর এবং এর পার্শ্ববর্তী এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে, যেখানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহার, চরম দারিদ্র্য এবং মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
আইপিসির প্রতিবেদনে বলা হয়, এই দুর্ভিক্ষ "সম্পূর্ণ মানবসৃষ্ট" এবং চাইলেই এটি প্রতিরোধ করা সম্ভব। সংস্থাটি সতর্ক করে বলেছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিসের মতো দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। তাৎক্ষণিকভাবে বড় আকারের মানবিক সহায়তা কার্যক্রম শুরু করা না গেলে দুর্ভিক্ষজনিত মৃত্যু অগ্রহণযোগ্য হারে বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আইপিসি সরাসরি দুর্ভিক্ষ ঘোষণা না করলেও, তাদের বিশ্লেষণকে ভিত্তি ধরেই বিশ্বজুড়ে সরকার ও সাহায্য সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করে থাকে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠী এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার মানদণ্ড নির্ধারণ করে।
এদিকে, ইসরায়েল আইপিসির এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে। দেশটির সরকারি সমন্বয়ক সংস্থা (COGAT) দাবি করেছে, এই প্রতিবেদনটি মিথ্যা এবং হামাসের দেওয়া পক্ষপাতদুষ্ট তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাদের মতে, প্রতিবেদনে গাজায় ইসরায়েলের মানবিক সহায়তা প্রচেষ্টাগুলোকে উপেক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সর্বশেষ সংঘাতে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন