ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
আলেশা মার্ট চেয়ারম্যান ও স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট-এর চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আলা উদ্দিন ২০২১ সালের ১৫ আগস্ট আলেশা মার্টে তিনটি মোটরসাইকেল অর্ডার করেন, যার মূল্য ছিল ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকা। নির্ধারিত সময়ে পণ্য না পাওয়ায় তিনি টাকা ফেরতের অনুরোধ করেন।
২০২২ সালের ২১ এপ্রিল আসামিরা একটি চেক প্রদান করলেও, ব্যাংক অ্যাকাউন্টে অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়। পরে ওই বছরের ৪ আগস্ট বাদী আদালতে মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রীকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর মামলার চার্জ গঠন করা হয়। বিচারকাজ চলাকালে দুই পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
২০২০ সালে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধন পায় আলেশা মার্ট। এরপর ২০২১ সালের শুরুতে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কম দামে সরবরাহের অফার দিয়ে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা সংগ্রহ করে।
এরপর গ্রাহকরা তাদের পণ্য কিংবা টাকা ফেরত না পেয়ে প্রতারণার শিকার হন বলে অভিযোগ দায়ের রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় ১২৬টিরও বেশি মামলা দায়ের হয়, যার মধ্যে কয়েকটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু