ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

উত্তরা ট্রাজেডি

চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃ'ত্যু

২০২৫ জুলাই ২১ ২৩:৩৪:৫৫

চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃ'ত্যু

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক শিক্ষকসহ আরো দুই শিক্ষার্থী মারা গেছেন। এই নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেলেন চারজন।

সোমবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, "রাতে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী (৪০), এবং দুই শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) ও আব্দুল্লাহ সামিন (১৪) মারা গেছেন। এর আগে তানভীর কবির নামে আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিল।"

এদিকে জুনায়েদ হাসান নামে আরো এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত