ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরা ট্রাজেডি

চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃ'ত্যু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ২৩:৩৪:৫৫
চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃ'ত্যু

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক শিক্ষকসহ আরো দুই শিক্ষার্থী মারা গেছেন। এই নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেলেন চারজন।

সোমবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, "রাতে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী (৪০), এবং দুই শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) ও আব্দুল্লাহ সামিন (১৪) মারা গেছেন। এর আগে তানভীর কবির নামে আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিল।"

এদিকে জুনায়েদ হাসান নামে আরো এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত