ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
যুক্তরাষ্ট্রের সাড়া না পেয়ে আলোচনায় অপেক্ষমাণ বাংলাদেশ
.jpg)
৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘব করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত করতে। তবে আলোচনার চূড়ান্ত দফার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) এর কাছ থেকে। ফলে, আজ (রোববার) পূর্বনির্ধারিত বাংলাদেশের অবস্থানপত্র পাঠানোর সময়সীমা একদিন পিছিয়ে সোমবার করা হয়েছে।
মার্কিন প্রশাসনের চাওয়া বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে প্রতিনিধিদল দ্বিতীয় দফার বৈঠক করে দেশে ফেরার পর থেকে দফায় দফায় আন্তমন্ত্রণালয় বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। মতামত নেওয়া হয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদেরও। এসব বৈঠকে সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আলোচনার সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পক্ষের চাওয়া দুটি ভাগে বিভক্ত বাণিজ্যসংক্রান্ত ও অ-বাণিজ্যসংক্রান্ত। বাণিজ্য সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যুর সমাধান আগেই বৈঠকে পাওয়া গেছে, যেগুলোর ওপর বাণিজ্য মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে অ-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিদ্ধান্ত ছাড়া এগোনো সম্ভব নয় বলেই মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান বলেন, মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা আরও কিছুটা সময় চেয়েছে। সে কারণে আমরা রোববারের পরিবর্তে সোমবার অবস্থানপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মার্কিন প্রশাসনের দাবির ভিত্তিতে বাংলাদেশের পক্ষে কোন বিষয়ে কতটা ছাড় দেওয়া সম্ভব, কোথায় কৌশলগত দর-কষাকষি প্রয়োজন এসব কিছু বিবেচনায় অবস্থানপত্র তৈরি করা হয়েছে। অবাণিজ্য ইস্যুগুলোর ক্ষেত্রে যেখানে বাংলাদেশের সম্মতি ও আপত্তি দুই ধরনের বার্তা রাখা হয়েছে।
তবে এটি যেহেতু একটি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তি, তাই এ অবস্থানপত্রটি অনুমোদনের দায়িত্ব প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের ওপরই নির্ভর করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময় ও গুরুত্বের কথা বিবেচনায় রেখে আজ রোববারই প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়ে বিষয়টি উপস্থাপন করা হবে। অনুমোদন পেলেই সোমবারের ভিতরেই অবস্থানপত্র পাঠানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ২০ লাখ শেয়ার কিনলেন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার