ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি

২০২৫ ডিসেম্বর ২০ ১৩:৪৯:০৩

ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ শরিফ ওসমান হাদির সমাহিতির সময় ক্যাম্পাসে ভিড় এড়িয়ে চলার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগদফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্য একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণকে ভিড় এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ করা হয়েছে, সার্বিক নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। সাধারণ চলাচলে কিছু অস্বস্তি হতে পারে, যার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত