ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

রোববার তিন বাহিনী প্রধান ও আইজিপির সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

২০২৫ ডিসেম্বর ২০ ০০:০৯:৪৯

রোববার তিন বাহিনী প্রধান ও আইজিপির সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ৫ দিন দায়িত্ব পালন করবে। এছাড়া আগামী ২১ ডিসেম্বর (রোববার) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসছে কমিশন। এর পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক পরিপত্র ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইসির বিশেষ পরিপত্র অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষ্যে আনসার ও ভিডিপি ছাড়া অন্যান্য বাহিনী ভোটের আগে ৩ দিন, ভোটের দিন এবং পরের ১ দিনসহ মোট ৫ দিন মাঠে থাকবে। তবে আনসার ও ভিডিপি সদস্যরা মোট ৬ দিন (ভোটের আগে ৪ দিন থেকে পরের ১ দিন) দায়িত্ব পালন করবেন। সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরার লাইভ ফিড ইসির সমন্বয় সেলে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এছাড়া গুজব রোধে বিটিআরসি ও বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সভায় তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং আচরণ বিধিমালা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। আগ্রহী পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফরম ইসির ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। ইসি বলছে, স্থানীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত