ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

সন্ত্রাস-সহিংসতার পোস্ট রুখতে সরকারের ইমেইল ও হোয়াটসঅ্যাপ সেবা চালু

২০২৫ ডিসেম্বর ২০ ১১:৪৭:৪৮

সন্ত্রাস-সহিংসতার পোস্ট রুখতে সরকারের ইমেইল ও হোয়াটসঅ্যাপ সেবা চালু

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস, সহিংসতা কিংবা সহিংসতার উসকানি দেওয়া যেকোনো কনটেন্ট নজরে এলে তা সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। এ বিষয়ে নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো প্রথমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি যাচাই-বাছাই করবে। প্রাথমিক যাচাই শেষে প্রয়োজন হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট পাঠানো হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতা বা সহিংসতার আহ্বানসংক্রান্ত কনটেন্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করা যায়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার উসকানি দেয়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যেন কোনোভাবেই সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির কাজে ব্যবহার না করা হয়। একই সঙ্গে দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাস বা সহিংসতাসংশ্লিষ্ট পোস্ট রিপোর্ট করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর 01308332592 এবং ই-মেইল ঠিকানা [email protected] ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইএইচপি

ট্যাগ: সোশ্যাল মিডিয়া সহিংস পোস্ট রিপোর্ট জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি নোটিশ হেট স্পিচ দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ অনলাইন সহিংসতা আইন ২০২৫ সাইবার সুরক্ষা অধ্যাদেশ বাংলাদেশ সহিংসতার আহ্বান পোস্ট রিপোর্ট সোশ্যাল মিডিয়া নিরাপত্তা বাংলাদেশ বিটিআরসি রিপোর্ট ব্যবস্থা সাইবার অপরাধ রিপোর্ট নম্বর জাতীয় সাইবার সুরক্ষা খবর ফেসবুক সহিংস পোস্ট রিপোর্ট অনলাইন সন্ত্রাস প্রতিরোধ বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা সাইবার নিরাপত্তা আইন আপডেট সোশ্যাল মিডিয়া আইন বাংলাদেশ সহিংস কনটেন্ট রিপোর্ট ইমেইল জাতীয় সাইবার সুরক্ষা হটলাইন অনলাইন হেট স্পিচ আইন বাংলাদেশ প্রযুক্তি সংবাদ আজকের সাইবার নিরাপত্তা খবর

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত