ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
সরকারের নিষ্ক্রিয়তায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ আর্টিকেল ১৯-এর
'সরকারের নিষ্ক্রিয়তাই হামলাকারীদের আরও সাহসী করে তুলছে'
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, এসব ঘটনায় কার্যকর পদক্ষেপ না নিলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিবৃতিতে আর্টিকেল ১৯ উল্লেখ করে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর একদল হামলাকারী প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন সহিংসতা চালায়। এর ফলে দেশের শীর্ষস্থানীয় এই দুই সংবাদমাধ্যমকে তাদের ছাপা ও অনলাইন সংস্করণ স্থগিত করতে হয়েছে, যা ইতিহাসে বিরল। একই সময়ে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর চালানোর ঘটনাকে ভিন্নমত দমনের একটি বিপজ্জনক সংস্কৃতি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
আর্টিকেল ১৯-এর মতে, এসব ধারাবাহিক হামলার পেছনে সরকারের নিষ্ক্রিয়তাই হামলাকারীদের আরও সাহসী করে তুলছে। এটি সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিনের ‘দায়মুক্তির সংস্কৃতির’ প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের আবশ্যিক দায়িত্ব।
সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে দায়মুক্তির এই সংকট দেশে গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশকে হুমকির মুখে ফেলবে বলে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত