ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

সরকারের নিষ্ক্রিয়তায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ আর্টিকেল ১৯-এর

'সরকারের নিষ্ক্রিয়তাই হামলাকারীদের আরও সাহসী করে তুলছে'

২০২৫ ডিসেম্বর ১৯ ২৩:১১:৩৫

'সরকারের নিষ্ক্রিয়তাই হামলাকারীদের আরও সাহসী করে তুলছে'

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, এসব ঘটনায় কার্যকর পদক্ষেপ না নিলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে আর্টিকেল ১৯ উল্লেখ করে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর একদল হামলাকারী প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন সহিংসতা চালায়। এর ফলে দেশের শীর্ষস্থানীয় এই দুই সংবাদমাধ্যমকে তাদের ছাপা ও অনলাইন সংস্করণ স্থগিত করতে হয়েছে, যা ইতিহাসে বিরল। একই সময়ে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর চালানোর ঘটনাকে ভিন্নমত দমনের একটি বিপজ্জনক সংস্কৃতি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

আর্টিকেল ১৯-এর মতে, এসব ধারাবাহিক হামলার পেছনে সরকারের নিষ্ক্রিয়তাই হামলাকারীদের আরও সাহসী করে তুলছে। এটি সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিনের ‘দায়মুক্তির সংস্কৃতির’ প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের আবশ্যিক দায়িত্ব।

সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে দায়মুক্তির এই সংকট দেশে গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশকে হুমকির মুখে ফেলবে বলে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত