ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

হাদির জানাজায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা ঢাবির

২০২৫ ডিসেম্বর ১৯ ২০:০১:১৭

হাদির জানাজায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা ঢাবির

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামীকাল শনিবার দুপুর ১২:০০ টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদীর মৃত্যুতে ১দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার উপাচার্য ভবনসহ সকল হল/হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরও বলা হয়, মরহুম শরিফ ওসমান হাদীর জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুর ১২:০০ টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত