ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

হাদি হ'ত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিল ছাত্রদল

২০২৫ ডিসেম্বর ১৯ ২২:৫৪:২২

হাদি হ'ত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ষড়যন্ত্র প্রতিরোধ এবং খুনিদের গ্রেফতারে ব্যর্থতার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, শহীদ ওসমান বিন হাদি ছিলেন একজন আপসহীন তরুণ নেতা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অগ্রপথিক। তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও অপরাধী ও নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল।

সংগঠনটি আরও দাবি করে, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের একটি ভয়ংকর দৃষ্টান্ত। বর্তমানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান ৪টি দাবি হলো:

১. হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

২. হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত করা।

৩. রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা।

৪. ভবিষ্যতে রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা বৃদ্ধি করা।

আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে ছাত্রদল জানায়, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই শহীদ হাদির আত্মত্যাগের প্রতি সঠিক সম্মান প্রদর্শন সম্ভব।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত