ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুরে

২০২৫ ডিসেম্বর ২০ ১২:১৭:২২

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুরে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মর্গে এই ময়নাতদন্ত শেষ হয়। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ বহন করা হয়। এ সময় পরিবারের সদস্য, সহযোদ্ধা ও সহকর্মীরা সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো এক নজর দেখতে হাসপাতাল চত্বরে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ।

ময়নাতদন্ত শেষে মরদেহ গোসল করানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর লাশ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে জানাজা।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে লাল-সবুজে মোড়ানো কফিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত