ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ জুলাই ২১ ২২:৫৮:৫০
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার

আগামী ৫ আগস্ট ২০২৫ (সোমবার) সারাদেশে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে বলে জানা গেছে।

এর আগে ১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির জন্যও ছুটি কার্যকর করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ ২ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আর্থিক খাতও ছুটির আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে ছুটির দিন আর্থিক লেনদেন বা সেবায় কোনো বিঘ্ন না ঘটে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত