ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৭ ১৯:৩২:১৭
নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। বিশেষত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনে শহিদ ছাত্রদের স্মরণে ছাত্রদল আয়োজিত এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, একটা প্রবাদ আছে কয়লা ধুইলে ময়লা যায় না। আওয়ামী লীগের অবস্থাও এমন হয়েছে। স্বৈরাচারকে ঠিকই বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি।

তিনি বলেন, এরশাদের আমলে সবাই নির্বাচনে গেলেও বেগম খালেদা জিয়া যাননি। ছাত্রদল দায়িত্ব নিয়ে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, তারা একশো বছর ধরে রাজনীতি করে। পাকিস্তানে তাদের ভোট ছিলো না। বাংলাদেশে তো আরো নেই। এজন্য নির্বাচনকে কিভাবে বিলম্বিত করা যায় তারা তার চেষ্টা চালাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত