ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

শ্রমিকদের প্রয়োজনে মাঠে নামবেন শ্রম উপদেষ্টা

২০২৫ জুলাই ১৯ ২১:৫৭:৫৫

শ্রমিকদের প্রয়োজনে মাঠে নামবেন শ্রম উপদেষ্টা

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে সমাজব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। এই নতুন সমাজে শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে রাজপথেও নামতে প্রস্তুত আছি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভারের গেন্ডা বালুর মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই সমাবেশের আয়োজন করে।

সাখাওয়াত হোসেন বলেন, অতীতে কোনো সরকার শ্রমিকদের পক্ষে কার্যকরভাবে কাজ করেনি। গুম, খুন কিংবা নির্যাতনের শিকার হলেও শ্রমিকরা বিচার তো পায়নি, বরং অবহেলিতই থেকেছে। কিন্তু বর্তমান সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের ন্যায্য দাবিতে সবসময়ই সংলাপের দরজা খোলা। শ্রমিকদের জন্য প্রয়োজনে সরকারের প্রতিনিধি হয়েও রাস্তায় নামতে দ্বিধা নেই।

শ্রম উপদেষ্টা আরও বলেন, "বাংলাদেশ লেবার অ্যাক্টকে যুগোপযোগী করা হচ্ছে। ট্রেড ইউনিয়ন গঠনে শিথিলতা আনা হয়েছে। কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকের অধিকার নিশ্চিতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছে।"

লেবার অ্যাক্ট কার্যকরের বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, "শুধু কলকারখানা নয়, যেখানে পাঁচজনের বেশি শ্রমিক, সেখানেও লেবার অ্যাক্ট কার্যকর করা হবে। শ্রমিকদের কল্যাণ তহবিলে কারখানার লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ জমা বাধ্যতামূলক। ইতোমধ্যে সামাজিক ক্লাবগুলোতেও আইন কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।"

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে সাখাওয়াত হোসেন বলেন, "শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে শুধু সরকার নয়, সমাজ ব্যবস্থারও পতন হয়েছে। এই ধ্বংসাবশেষ থেকে সুষম ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সময় লাগবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।"

বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানা খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা বিজিএমইএর দায়। তারপরও সরকার উদ্যোগ নিয়েছে। যেমন- বেক্সিমকো পরিচালনায় বিদেশি সংস্থাগুলো আগ্রহী। পাশাপাশি কিছু মালিক ব্যাংক ঋণ নিয়ে বিদেশ পালিয়ে গেছেন। ব্যাংকগুলো আর ঋণ দিতে চায় না। এ কারণে কিছু মালিককে বাধ্য করা হচ্ছে বকেয়া পরিশোধে। প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত