ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

৬ মাসেই তছনছ পাইলট তৌকিরের সংসার জীবন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ২৩:১০:২৯
৬ মাসেই তছনছ পাইলট তৌকিরের সংসার জীবন

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও গত ফেব্রুয়ারিতেই তিনি আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তুলেছিলেন। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, তৌকিরের স্ত্রীর নাম আকশা আহম্মেদ নিঝুম। তিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। এই নবদম্পতি ঢাকায় বিমানবাহিনীর কোয়ার্টারে বসবাস করতেন। সর্বশেষ গত কোরবানি ঈদের (জুন মাসে) ছুটিতে তৌকির তার রাজশাহীর বাসায় গিয়েছিলেন। ছুটি শেষে ঢাকায় ফিরে আর রাজশাহীতে ফেরা হয়নি এই তরুণ পাইলটের।

তৌকিরের গাড়ির চালক আলী হাসান জানান, "তার (তৌকির) বিয়ে হয়েছে ঢাকার গাজীপুরে। নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাদের এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও গত ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানিকভাবে বিয়ে তোলা হয়। এরপর থেকে তারা ঢাকায়ই থাকতেন।"

আলী হাসান আরও বলেন, "ঈদের ছুটিতে তিনি রাজশাহীতে এসেছিলেন। এখানে কোরবানিও দেন তারা। এরপর ছুটি শেষে স্যারকে গাড়িতে করে ঢাকায় রেখে আসি। তিনি (তৌকির) অনেক নম্র ও ভদ্র মানুষ। বিমানবাহিনীর কোয়ার্টারে তাদের নামিয়ে দেওয়ার পর তিনি (তৌকির) পুরো এলাকা ঘুরিয়ে দেখান। অনেক ভালো মনের মানুষ তিনি, কোনো অহংকার নেই তার মনে।"

পাইলট তৌকিরের এই অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাট এবং রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের মাতম চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত