ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
ফ্যাশন হিসাবে অস্ত্র ব্যবহার করে যে দেশের তরুণরা

সিঙ্গাপুরে তরুণদের মধ্যে অস্ত্র বহনের প্রবণতা নতুন এক সংকটের রূপ নিচ্ছে। এখন এটি শুধু অপরাধ নয়, বরং এক ধরনের ফ্যাশন হিসেবে দেখা দিচ্ছে। ছুরি, করাম্বিটসহ নানা ধরনের মারাত্মক অস্ত্র অনেক তরুণের নিত্যসঙ্গী হয়ে উঠেছে, যা তারা কিনছে অনলাইন থেকে বা বন্ধুদের দেখানোর জন্য রাখছে সাথে। তবে সমস্যা দেখা দেয় যখন এসব অস্ত্র তর্ক-বিতর্ক বা ঝগড়ার সময় ব্যবহৃত হয়।
ঝুঁকিপূর্ণ তরুণদের নিয়ে কাজ করা সংস্থা ‘ইমপার্ট’-এর সহ-প্রতিষ্ঠাতা নারাসিম্মান তিভাসিহা মণির মতে, গত এক দশকে তরুণদের মধ্যে অস্ত্র ব্যবহারের প্রবণতা বেড়েছে। তার ভাষায়, “অনেক তরুণ এসব অস্ত্র শুধু তাদের চেহারা আকর্ষণীয় বলে কিনছে, পরে তা ফ্যাশনের অংশ হয়ে উঠছে।”
এই অস্ত্রগুলো সহজেই মিলছে টেলিগ্রাম, ফেসবুক, শপি, কারাউসেলের মতো প্ল্যাটফর্মে। বিক্রেতারা সাজানো ভিডিওর মাধ্যমে অস্ত্রের ব্যবহার দেখিয়ে আকৃষ্ট করছেন তরুণদের।
গত এক বছরে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। উদাহরণস্বরূপ, এক কিশোর গ্রুপ আক্রমণের সময় ফ্লিক নাইফ দিয়ে অন্য একজনকে ভয় দেখায়। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে, যেমন ২৫ বছর বয়সী ধিনেশ বাসির করুণ মৃত্যু।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ১০-২১ বছর বয়সীদের মধ্যে অস্ত্রবহন সংশ্লিষ্ট অপরাধ ৯২ থেকে বেড়ে ১৩৩-এ পৌঁছেছে।
পার্লামেন্ট সদস্য ড্যারিল ডেভিড মনে করেন, সহিংস গেম ও সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের মনে অস্ত্র ব্যবহারে স্বাভাবিকতা তৈরি করছে। অন্যদিকে নারাসিম্মান বলছেন, গেমে অস্ত্র দিয়ে জেতার অভিজ্ঞতা বাস্তব জীবনের সহিংস মনোভাবকে উৎসাহিত করে।
এর সঙ্গে যুক্ত হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের অভাব, শৈশবের মানসিক আঘাত এবং নেতিবাচক সামাজিক প্রভাব। তরুণদের অনেকেই নিজেদের আবেগ চেপে রাখতে রাখতে সহিংস আচরণের দিকে ঝুঁকে পড়ে।
সমাধানের পথ হিসেবে ড্যারিল ডেভিড জোর দিচ্ছেন মানসিক প্রস্তুতির ওপর—তরুণদের শেখাতে হবে ভয় বা ক্রোধের মোকাবিলা কীভাবে করতে হয়। নারাসিম্মানের মতে, কাউন্সেলিং ও আবেগের সুস্থ প্রকাশের সুযোগ তরুণদের সামনে আনতে হবে।
এই প্রবণতা শুধুমাত্র আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং একটি গভীর সামাজিক সংকেত। সময়মতো হস্তক্ষেপ না করলে এটি একটি বিস্ফোরণযোগ্য সমস্যা হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন