ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

তিন উপদেষ্টার পদত্যাগ দাবি ছাত্র অধিকার পরিষদের

২০২৫ জুলাই ২২ ২২:১৯:১৩

তিন উপদেষ্টার পদত্যাগ দাবি ছাত্র অধিকার পরিষদের

উত্তরায় বিমান দুর্ঘটনা এবং দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমে সংশ্লিষ্ট উপদেষ্টাদের কার্যক্রম ও দূরদর্শিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলা এবং মাইলস্টোন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনো এ দেশে মান্ধাতার আমলের বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কারণে আমাদের তরুণ পাইলটদের ও দেশের সাধারণ জনগণের প্রাণ অকালে ঝরে যায়।

এসময় তিনি প্রশ্ন তুলে বলেন, "বিমান চলাচলের রুটে (পথে) এতো বড় একটা স্কুল কেনো বা স্কুলের রাস্তায় বিমানের রুট কেনো? এর সঠিক তদন্ত করতে হবে। নিরাপত্তা উপদেষ্টা এতো বড় ঘটনার পরে চুপ কেনো?" এসময় তিনি আরও বলেন, নিহতদের লাশ নেওয়ার ক্ষেত্রে হয়রানি কমাতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত পরিমাণের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান।

বিমান দুর্ঘটনাকে পরিকল্পিত দুর্ঘটনা আখ্যা দিয়ে ইয়ামিন বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে সকল বিমানের মেকানিজম রিচেক করতে হবে, দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িত সকলকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে হবে এবং নির্ভরযোগ্য মাধ্যম থেকে নিহত ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে।"

সচিবালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী সচিবরা মন্ত্রণালয়ে থাকলে শিক্ষার্থীদের উপর এমন হামলা হতেই থাকবে। তিনি আরও বলেন, যার স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের জ্ঞান নেই, তাকে এনে স্বাস্থ্য উপদেষ্টার পদে বসানো হয়েছে।

আমরা দেখেছি, দুর্ঘটনার পরে শিক্ষা উপদেষ্টা পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেন নি। আমরা এই তিন উপদেষ্টার পদত্যাগ চাই, তাদেরকে অতিদ্রুত অপসারণ করতে হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, "অকেজো বিমান দিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে উড্ডয়ন করা কতটা অযৌক্তিক ও অদক্ষ একটি কাজ তা বলার অপেক্ষা রাখে না। অতিদ্রুত বিমান বাহিনীর বহরে আধুনিক বিমান ও সরঞ্জাম যুক্ত করার আহ্বান জানান তিনি।"

তিনি আরও বলেন, " অভ্যুত্থান পরবর্তী রাজনীতিবিদদের শো অফের রাজনীতি আমরা চাই না। তারা যেভাবে হাসপাতালে গিয়ে সিম্প্যাথি (সহানুভূতি) আদায়ের চেষ্টা করেছে তা লজ্জাজনক। তাদেরকে দেশের বর্তমান তরুণ সমাজের পালস বুঝতে হবে। "

ঢাবি শাখার সভাপতি সানাউল্লাহ হক বলেন, "গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে এখন পর্যন্ত স্বাস্থ্যখাতের কোনো উন্নয়ন হয়নি। ফ্যাসিস্ট হাসিনার থেকেও খারাপ অবস্থা এখন স্বাস্থ্যখাতের। স্বজনপ্রীতি করে নিজের লোকদের স্বাস্থ্য উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত