ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
'কানাডা বিক্রয়ের জন্য নয়'
.jpg)
রাজা তৃতীয় চার্লস মঙ্গলবার কানাডার পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি কানাডার সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন এবং স্পষ্টভাবে জানাবেন, “কানাডা বিক্রয়ের জন্য নয়।” এই ভাষণটি এমন এক সময় আসছে, যখন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সম্পর্কে উত্তেজনা বেড়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য দেশটির সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বলে অনেকের ধারণা।
এটি রাজা চার্লসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ রাজা হওয়ার পর এই প্রথমবার তিনি রানী ক্যামিলাকে নিয়ে কানাডার রাজধানী অটোয়া সফর করছেন। সেখানে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেছেন, যিনি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পবিরোধী জনমতের ঢেউয়ে বিজয়ী হন।
প্রধানমন্ত্রী কার্নি বলেন, রাজা ও কানাডার সম্পর্ক ‘ঐতিহাসিক বন্ধন’ এবং তা দেশের সাংবিধানিক রাজতন্ত্রের পরিচয় ও শক্তির প্রতিফলন। তিনি আরও বলেন, ‘সংকট আমাদের আরও শক্তিশালী করে।’
প্রায় ৫০ বছরে এটিই প্রথম কোনো রাজার ‘সিংহাসন থেকে দেওয়া ভাষণ’। এটি কেবল একটি আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং কানাডার প্রতি এক ঐক্যবদ্ধ ও প্রতীকী সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভাষণটি ইংরেজি ও ফরাসি—দুই ভাষাতেই উপস্থাপন করা হবে, যাতে করে তা দেশের সকল মানুষের কাছে পৌঁছায়।
সরকারের পরামর্শ অনুযায়ী ভাষণটি রচিত হবে, তবে এতে একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা থাকার সম্ভাবনা রয়েছে—যুক্তরাষ্ট্রের প্রভাব বা প্রলোভনের কাছে মাথা না নোয়ানোর অঙ্গীকার। বিশেষ করে ট্রাম্পের মন্তব্যে যে কানাডা যেন যুক্তরাষ্ট্রের ৫১তম রাষ্ট্র হয়ে উঠছে, তার সরাসরি বিরোধিতা করতেই রাজা এই বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এদিকে রিডো হলে জড়ো হওয়া কানাডিয়ানরা রাজাকে স্বাগত জানিয়ে বলেন, এখনই এমন এক সময়, যখন রাজার সরব উপস্থিতি এবং কানাডার পক্ষে অবস্থান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসিসাগার বাসিন্দা তেরেসা ম্যাকনাইট বলেন, ‘কানাডা এখন হুমকি অনুভব করছে, তার এই সফর আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’ তাঁর সঙ্গে থাকা বোন ডায়ান সেন্ট লুইস যোগ করেন, ‘সার্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং রাজা এই স্বাধীনতার প্রতীক।’
রাজা চার্লসের এই ভাষণ শুধু এক জাতীয় অনুশাসনই নয়, বরং কানাডার সার্বভৌম অস্তিত্ব ও গর্বের প্রতীক হিসেবে ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও