ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
রাজনৈতিক দল গঠন করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী
.jpg)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা রেহাম খান এবার সরাসরি রাজনীতির ময়দানে অবতীর্ণ হলেন। মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ‘পাকিস্তান রিপাবলিকান পার্টি’ নামে তার নিজস্ব রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পরিবারতন্ত্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত রেহাম খান। তার নতুন দল গঠনের ঘোষণা পাকিস্তানের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে দলের লোগো উন্মোচন করে রেহাম বলেন, "আমি আগে কখনও কোনো রাজনৈতিক পদে ছিলাম না। একসময় একজন ব্যক্তির (ইমরান খান) জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজস্ব দল গঠন করেছি।"
তার এই পদক্ষেপকে পাকিস্তানের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, যেখানে কয়েকটি পরিবার বংশানুক্রমে শাসন করে আসছে, তার বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রেহাম বলেন, "মাত্র পাঁচটি পরিবার সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমরা সেই চক্র ভাঙতে এসেছি।" তিনি এই আন্দোলনকে কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে না দেখে, বরং "রাজনীতিকে সেবায় রূপান্তরের আন্দোলন" হিসেবে অভিহিত করেন।
তিনি জানান, তার দল সাধারণ জনগণের কণ্ঠস্বর হবে এবং শাসকদের জবাবদিহিতার আওতায় আনবে। দলের মূল লক্ষ্য হবে দেশের সুবিধাবঞ্চিত অঞ্চল, নারী ও কৃষকদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের জন্য কাজ করা।
পাকিস্তানে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদার ঘাটতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "২০১২ থেকে ২০২৫—এই সময়ে আমি যা দেখেছি, তা আর মেনে নেওয়া যায় না।" রেহাম জোর দিয়ে বলেন, তার দল কোনো বহিরাগত পৃষ্ঠপোষকতা ছাড়াই গঠিত হয়েছে এবং এখানকার কেউ একসঙ্গে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক খেলা খেলতে আসেনি।
প্রসঙ্গত, পাকিস্তানি-ব্রিটিশ সাংবাদিক রেহাম খান ২০১৫ সালে ইমরান খানকে বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্ক মাত্র ১০ মাস স্থায়ী হয়েছিল। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে ইমরান খানের কট্টর সমালোচক হিসেবে পরিচিতি পান এবং ২০১৮ সালে তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থও প্রকাশ করেন। তার নতুন রাজনৈতিক দল পাকিস্তানের ক্ষমতা কেন্দ্রিক ও পরিবারতান্ত্রিক রাজনীতির ধারায় কোনো পরিবর্তন আনতে পারে কিনা, তা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি