ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
বাংলাদেশ সীমান্তেও ভারতের সতর্কতা
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরমভাবে অবনতির দিকে গেছে। ঘটনার পর থেকেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি-ধমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। এ উত্তেজনার প্রেক্ষাপটে, শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলেও উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।
আজ বৃহস্পতিবার (০১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ‘সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইনবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। সেই দাঙ্গায় অন্তত তিনজন নিহত ও শতাধিক আহত হন।’
কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়, ‘ওই সহিংসতা উসকে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল।’
ই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ বা নাশকতার চেষ্টা হতে পারে।
অন্যদিকে, পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় নয়াদিল্লির অবস্থান নিয়ে গভীর উদ্বেগে রয়েছে ইসলামাবাদ। ইতোমধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে পাকিস্তান, পাশাপাশি দেশটির নৌবাহিনীকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে, যেখানে পাকিস্তানি বাহিনীর গোলাগুলি বেড়ে গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গত মঙ্গলবার দাবি করেন, ভারতের পক্ষ থেকে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সীমিত সামরিক অভিযান চালানো হতে পারে—এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য তারা পেয়েছেন।
তার আগের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে অভিযান চালানোর ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেন।
এই প্রেক্ষাপটে, নয়াদিল্লি শুধু উত্তর-পশ্চিম নয়, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাও সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনীর পাশাপাশি আধাসামরিক বাহিনীর কার্যক্রমও সেখানে জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়