ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
সপ্তাহের ব্যবধানে কমেছে মূলধন, বেড়েছে লেনদেন
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে নেতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২ হাজার ২২৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ২ হাজার ২২৩ কোটি টাকা।
ডিএসইর তথ্যমতে, সপ্তাহের লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ হাজার টাকা। যা সপ্তাহশেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকায়। ফলে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ২২৩ কোটি টাকা বা ০.৩৩ শতাংশ।
সূচকের দিক থেকে দেখা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩.৯৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ। তবে ডিএসইর অন্যান্য সূচক ছিল উর্ধ্বমুখী। ডিএসই-৩০ সূচক ১৩.২১ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ এবং ডিএসইএস সূচক ৪.৮৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে।
তবে সূচকে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেনে ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮০৯ কোটি ২৬ লাখ টাকা বেশি। প্রতি কর্মদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮০ কোটি ৫০ লাখ টাকা বা ১৯.৭৯ শতাংশ বেশি।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে, ২৩৫টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ০.৪১ শতাংশ এবং সিএসই-৩০ সূচক ০.০০৮ শতাংশ কমেছে। তবে সিএসআই সূচক ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪৯ পয়েন্টে।
সিএসইতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫০ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭ কোটি ২০ লাখ টাকা।
আলোচ্য সপ্তাহে সিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ১৬৫টির কমেছে এবং ২২টি অপরিবর্তিত ছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)