ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

২০২৬ জানুয়ারি ২৩ ২০:৫৪:৪৪

আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর জনগণের সামনে আবার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি; ভোট হয়েছে আগের রাতেই। এখন পরিস্থিতি বদলেছে, জনগণের সামনে একটি বাস্তব সুযোগ এসেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে। তিনি ভারতে গেছেন ভালো করেছেন। এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।’

এর আগে দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছে তিনি নির্বাচনী গণসংযোগ ও পথসভা শুরু করেন। বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজার থেকে প্রচার কার্যক্রম শুরু করে তিনি ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকাতেও গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চান।

শোল্টিহরি বাজারে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। এই এলাকা থেকেই নির্বাচন করে কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু হারলেও আপনাদের ছেড়ে কোথাও যাইনি। আমার বয়স এখন ৭৮, কিন্তু মনটা এখনো তরুণ। আমি বিশ্বাস করি, সুযোগ পেলে এখনো এলাকার জন্য অনেক কিছু করতে পারব এবং সমস্যার সমাধান দিতে পারব।’

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চাই মুসলমান-হিন্দু সবাই মিলে একসঙ্গে উন্নয়নের পথে হাঁটুক। এখানে বিভেদের কোনো জায়গা নেই। আমাদের সমাজে হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করে, একে অন্যের উৎসবে অংশ নেয়। এই ঐক্যই বাংলাদেশের শক্তি। আমরা চাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমান নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করুক।’

সবশেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। অতীত অভিজ্ঞতা থেকেই তিনি দাবি করেন, দেশের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব কাজ বিএনপিই করেছে এবং ভবিষ্যতেও করবে। নতুন স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ ও তরুণদের চাকরির ব্যবস্থা করাই বিএনপির লক্ষ্য বলে জানান তিনি

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত