ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন ববি হাজ্জাজ

২০২৬ জানুয়ারি ২৩ ২০:০০:৪৩

নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ সংসদীয় আসনে নির্বাচিত হলে এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট দূর করে এলাকাকে পিছিয়ে পড়া অঞ্চল থেকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা উদ্যান গেটসংলগ্ন সড়কের পাশে নতুন একটি নির্বাচনি অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১১টার দিকে আদাবরের ১ নম্বর রোড থেকে তার দিনের নির্বাচনি প্রচারণা শুরু হয়। পরে শ্যামলী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ববি হাজ্জাজ। নামাজ শেষে তিনি বিকেলে বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন এবং দুটি নতুন নির্বাচনি অফিস উদ্বোধন করেন।

ঢাকা উদ্যান এলাকায় স্থানীয়দের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাস একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এই সন্ত্রাস দমন করা হবে এবং নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতি দূর করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, “এই এলাকা আর অবহেলিত থাকবে না, আমরা এটিকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করব ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ঢাকা-১৩ আসনের ১০০ নম্বর ওয়ার্ডকে উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে। সঠিকভাবে কাজ করলে কীভাবে একটি এলাকার বাস্তব উন্নয়ন সম্ভব, তা শুধু ঢাকাই নয় সারা বাংলাদেশকে দেখানো যাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা ত্যাগ স্বীকার করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের ওপর এখন বড় দায়িত্ব। ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইলে এলাকাবাসী অবশ্যই নিরাশ করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ববি হাজ্জাজ নেতাকর্মীদের লিফলেট বিতরণের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিয়ে ভোটারদের জানাতে হবে যে তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি বেড়িবাঁধ লাউতলা এলাকায় নতুন আরেকটি নির্বাচনি অফিস উদ্বোধন করেন। এরপর পুনরায় ঢাকা উদ্যান এলাকায় ফিরে নির্বাচনি প্রচারণা চালান।

নির্বাচনি এই কর্মসূচিতে ঢাকা-১৩ আসনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত