ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

নির্বাচনে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ বরদাস্ত করা হবে না: জামায়াত আমির

২০২৬ জানুয়ারি ২৩ ১৯:৪৬:৩৫

নির্বাচনে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ বরদাস্ত করা হবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজকের যে রাজনৈতিক পরিবেশ, তা অনেক ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাস্তবতা সবাইকে স্মরণ রাখতে হবে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে যেন কেউ সন্ত্রাস, ভয়ভীতি বা সহিংসতার পথে না যায় এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা না করে সে বিষয়ে সব রাজনৈতিক দলের প্রতি তিনি বিশেষভাবে আহ্বান জানান।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। কোনো দলের পক্ষে অবস্থান না নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করলে প্রশাসন দেশবাসীর দোয়া পাবে এবং দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

দেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় জানিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করা হবে। তিনি বলেন, “আমরা নিজেরা চাঁদা নেই না, কাউকে নিতেও দেব না। দুর্নীতির সঙ্গে আমাদের কোনো আপস নেই। এই দেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।”

নারী নিরাপত্তা ও মর্যাদার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সমাজ ও অর্থনীতির উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাস্তবতায় তারা ঘরে, বাইরে ও কর্মক্ষেত্রে নিরাপদ নয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা, সম্মান ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র গঠনে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ চায়, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ একই বাগানে মিলেমিশে বসবাস করবে। একইসঙ্গে তিনি বলেন, দেশের অর্থ লুট করে বিদেশে ‘বেগম পাড়া’ গড়ার স্বপ্ন যারা দেখে, তাদের বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ দিনাজপুরের বিভিন্ন আসনে জামায়াত ও ১০ দলীয় জোটের প্রার্থীরা। সভায় নেতারা নির্বাচনে জনসমর্থন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত