ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
স্বাধীনতার বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়েই তাঁকে বারবার মামলা ও কারাভোগের শিকার হতে হয়েছে। তবে এসবের জন্য তাঁর কোনো আফসোস নেই বলে জানান তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মোট ১১১টি মামলা রয়েছে এবং তিনি ১১ বার কারাগারে গেছেন। তবে এসব মামলা কোনো চুরি বা ডাকাতির জন্য নয়, বরং দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে। তিনি বলেন, “যিনি আমাদের ওপর নির্যাতন চালিয়েছেন, তিনি আজ দেশ ছেড়ে পালিয়েছেন। সবাইকে ফেলে একাই নিজের জীবন বাঁচাতে চলে গেছেন।”
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিলে বাংলাদেশ টিকবে না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদেরই ক্ষমতায় আনা জরুরি।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি এখন মিষ্টি কথায় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু তারা একবারও স্বীকার করে না যে ১৯৭১ সালে তারা ভুল পথে ছিল। জাষ্ঠিভাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ হত্যার ঘটনাও স্মরণ করিয়ে দেন তিনি। একইসঙ্গে বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিএনপি ছাড়া এই দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা আর কারও নেই। তাই ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং দলের নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং এলাকার উন্নয়নসংক্রান্ত নানা প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন