ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
‘জামায়াত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভয়ংকর সংকেত’
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার সতর্ক করেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক বজায় রাখা দেশের জন্য “ভয়ংকর অশনিসংকেত” হতে পারে। তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন রাজধানীর প্রেসক্লাবে শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত একটি আলোচনা সভায়। সভার বিষয় ছিল দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং নাগরিক সমাজের করণীয়। অনুষ্ঠানটি আয়োজন করেছিল গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।
মজহার আরও অভিযোগ করেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর বিষয়ে জামায়াত কোনো আপত্তি তুলেনি। সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায়। প্রতিবেদনে বলা হয়, জামায়াত যদি ক্ষমতায় আসে এবং বাংলাদেশে শরিয়াহভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে বা যুক্তরাষ্ট্রের পছন্দ অনুযায়ী না চলে, তাহলে তার মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে কূটনীতিকদের পক্ষ থেকে।
এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফরহাদ মজহার বলেন, “বোঝা গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের নীতিগত সম্পর্ক রয়েছে। তাই আগেভাগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই নির্দিষ্ট বার্তা দিচ্ছে।” তিনি যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূরাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “বাস্তবতায় আন্তর্জাতিক আইন কার্যকর নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই প্রমাণ।” মজহার আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যেক রাজনৈতিক দলেরই কোনো না কোনোভাবে সম্পর্ক থাকে।
তিনি প্রশ্ন তোলেন, ১৭ কোটি মানুষ নিয়ে আমরা কীভাবে টিকে থাকতে পারি? তিনি স্পষ্ট করেন, “আমি যুদ্ধ চাই না, কারও যুদ্ধে জড়াতে চাই না। সাধারণভাবে ডাল-ভাত খেয়ে শান্তিতে বাঁচতে চাই।” ভারতীয় আধিপত্যের বিষয়ে তিনি বলেন, অনেকেই ভারতবিরোধী কথা বলেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন কিছু বলেন না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল। তারা গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল