ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
গ্রিনল্যান্ড ছাড়া কোনো সমঝোতা নয়: নিলসেন
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তথাকথিত ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি নিয়ে স্পষ্ট অজ্ঞতার কথা জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, এমন কোনো চুক্তির বিষয়ে গ্রিনল্যান্ড সরকার অবগত নয় এবং গ্রিনল্যান্ডকে পাশ কাটিয়ে কোনো ধরনের সমঝোতা হওয়া সম্ভবও নয়।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই চুক্তির কথা প্রকাশ্যে জানান। তবে বিষয়টি জানার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এ ধরনের আলোচনায় তিনি বা তার সরকার কোনোভাবেই যুক্ত ছিলেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যেকোনো আলোচনা হতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
এর আগে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগের হুমকি থেকে সরে এসে দাবি করেন, একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি হয়েছে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় বিষয়টি উঠে এলেও, সেই চুক্তির শর্ত ও কাঠামো এখনো পরিষ্কার নয়।
নিলসেন জানান, বলপ্রয়োগের বিষয়টি আলোচনার বাইরে থাকায় তিনি কিছুটা স্বস্তি পেলেও, চুক্তির বিষয়বস্তু সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেন, গ্রিনল্যান্ডের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভাব্য এই কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ১৯৫১ সালের গ্রিনল্যান্ড প্রতিরক্ষা চুক্তি পুনরালোচনা করতে পারে। তবে গ্রিনল্যান্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে দেওয়ার কোনো প্রস্তাব আলোচনায় নেই।
সমাপনী বক্তব্যে নিলসেন গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান স্পষ্ট করে বলেন, প্রয়োজনে গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর পাশেই থাকবে। এর আগে গ্রিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী মুটে এগেদেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘোষণার সমালোচনা করে বলেন, গ্রিনল্যান্ডের ভূমি অন্য কারও হাতে তুলে দেওয়ার চিন্তাই গ্রহণযোগ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল