ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

নির্বাচনে ঐক্য ও সহনশীলতার ডাক জামায়াত আমিরের

২০২৬ জানুয়ারি ২৩ ১৪:১৯:০৯

নির্বাচনে ঐক্য ও সহনশীলতার ডাক জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত জাতির সামনে দুটি সুস্পষ্ট বার্তা তুলে ধরছে দেশের স্বার্থে সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিযোগিতার নামে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ বা সহিংসতা পরিহার করে জনগণের কাছে নিজ নিজ কর্মসূচি উপস্থাপন করতে হবে।

উত্তরাঞ্চলে দুদিনব্যাপী নির্বাচনি সফরের সূচনার আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ কিছু অর্জন করলেও সামগ্রিকভাবে ক্ষতির পাল্লাই ভারী। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি দাবি করেন, দীর্ঘ এই সময়ে দেশ ধীরে ধীরে চোরাবালিতে নিমজ্জিত হয়েছে। একের পর এক সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এবং রাষ্ট্রকে বিপুল অঙ্কের ঋণের বোঝা বইতে বাধ্য করা হয়েছে। এমন বাস্তবতার মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কিছু উন্নয়ন অস্বীকার করা যায় না, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, যা দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

ভবিষ্যৎ সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক সংকট এখনো কাটেনি। যুবসমাজ ভয়াবহ বেকারত্বে ভুগছে, কর্মক্ষেত্রে কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত হয়নি। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সমাজ এখনো ব্যর্থ।

তিনি বলেন, এসব সংকট মোকাবিলাই আগামী সরকারের প্রধান দায়িত্ব হবে এবং এমন বাস্তবতার মধ্যেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান পুনরায় বলেন, জামায়াতের আহ্বান স্পষ্ট জনগণের রায়কে সম্মান করতে হবে। যাদের ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো অসৎ উদ্দেশ্যে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের কোনো পর্যায়ের কেউ যেন এমন কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়েও তিনি কঠোর সতর্কবার্তা দেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত