ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
শক্ত হাতে দেশ চালাতে স্বৈরশাসক দরকার: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ পরিচালনায় কঠোর নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি মন্তব্য করেছেন—কখনো কখনো স্বৈরশাসকের মতো ভূমিকা নেওয়াই কার্যকর হতে পারে।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করে এমন মন্তব্য করেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল, শক্ত হাতে শাসন না করলে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।
ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে দেওয়া তার বক্তব্য অত্যন্ত সফল হয়েছে এবং তা বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। তিনি বলেন, “আমার বক্তৃতা দারুণ ছিল, আমরা ভালো সুনাম অর্জন করেছি। আমি নিজেই অবাক হয়েছি—কারণ সাধারণত তারা আমাকে স্বৈরশাসক বলে আক্রমণ করে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “অনেকেই বলে, ট্রাম্প একজন স্বৈরশাসকের মতো। আমি বলি—হ্যাঁ, আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার একজন স্বৈরশাসক দরকার হয়। মজার বিষয় হলো, এবার তারা এসব কিছুই বলেনি।”
এর আগেও ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছেন। ২০২৫ সালের আগস্টে এক বক্তব্যে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মানুষ তাকে প্রায়ই স্বৈরশাসক বলে আখ্যা দেয়। তবে তিনি দাবি করেন, অনেক মার্কিনি মনে করে—কঠিন সময়ে হয়তো এমন একজন নেতাই দরকার।
সেই সময় ট্রাম্প বলেছিলেন, “তারা বলে, আমাদের স্বাধীনতা দরকার। ট্রাম্প একজন স্বৈরশাসক। আবার অনেকেই বলছে—হয়তো আমরা একজন স্বৈরশাসককে পছন্দ করি।”
তবে একই বক্তব্যে তিনি আবার নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, তিনি আদতে স্বৈরশাসক নন। ট্রাম্প বলেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট মানুষ।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল