ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

দেশকে যদি বাঁচাতে হয়, তবে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২২ ২০:৪৬:০৭

দেশকে যদি বাঁচাতে হয়, তবে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পুণ্যভূমি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই মৌলভীবাজার ও হবিগঞ্জে বিশাল জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর এই নির্বাচনি সফরে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোরে কেন্দ্র দখলমুক্ত রাখতে ফজরের নামাজ পড়েই লাইনে দাঁড়ানোর বিশেষ পরামর্শ দেন।

বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, “দেশকে যদি বাঁচাতে হয়, তবে ১২ তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। বহু মানুষের রক্ত এবং গুম-খুনের বিনিময়ে আজ আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি। ধানের শীষ ক্ষমতায় থাকলে মানুষ মন খুলে কথা বলতে পারে এবং গুম-খুনের শিকার হয় না।”

একই সমাবেশে তারেক রহমান একটি রাজনৈতিক গোষ্ঠীর (ইঙ্গিতে জামায়াতে ইসলামী) কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং সাধারণ মানুষ তাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “মানুষ যেন ক্ষুব্ধ হয়ে তাদের কোনো ক্ষতি না করে, তাই তাদের প্রটোকল বিএনপিকে দেওয়া নিরাপত্তার চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।”

সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় ভোটারদের প্রতি এক বিশেষ নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, “ভোটের দিন তাহাজ্জুদ পড়ে প্রস্তুতি নেবেন এবং কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়েই ভোট দেবেন। মনে রাখবেন, এ দেশ জনগণের, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনাদের ভোটেই ঠিক হবে দেশ কীভাবে চলবে।”

সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ পৌঁছাতে তারেক রহমানকে ভাঙাচোরা রাস্তা অতিক্রম করতে হয়। মাগরিবের নামাজের সময় শায়েস্তাগঞ্জ পৌঁছে তিনি জনসভা মঞ্চেই মাগরিবের নামাজ আদায় করেন। আগামী দিনগুলোতে তিনি পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি জনসভা করবেন। প্রতিটি জনসভায় তিনি সাধারণ মানুষকে দেশের মালিকানা বুঝে নিতে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হতে উদাত্ত আহ্বান জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ