ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সিলেটে পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২১ ২২:৩৬:২৯

সিলেটে পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পুণ্যভূমি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর তিনি মাজার সংলগ্ন মসজিদে ইশার নামাজ আদায় করেন।

এর আগে আজ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে দলের স্থানীয় নেতা-কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের পৈতৃক নিবাস বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল এবং ঘরোয়া এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এই সমাবেশের মাধ্যমেই দেশব্যাপী তার নির্বাচনী সফরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পুণ্যভূমি সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করা বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘদিনের ঐতিহ্য, যা এবারও বজায় রাখলেন বিএনপি চেয়ারম্যান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত