ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আখতার হোসেন

'ফ্যাসিবাদী কায়দায় জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে নেমেছে'

২০২৬ জানুয়ারি ২১ ২০:৫৫:২১

'ফ্যাসিবাদী কায়দায় জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে নেমেছে'

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো আবারও ফ্যাসিবাদী কায়দায় জাতীয় পার্টি (জাপা) ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, “জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা বরাবরই স্বৈরাচারী ছিল। তারা চায় না বর্তমান রাষ্ট্রকাঠামোর কোনো সংস্কার হোক। তারা যেভাবে আগে ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে ছিল, সেই পুরোনো মানসিকতা থেকেই এখন গণভোটে ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে। তবে জনগণ গণভোটকে নয়, বরং জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ডের ঘটনা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের দ্রুত গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি। আমরা শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছি।” যে কোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ যে রাষ্ট্রকাঠামোয় নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চায়। একনায়কতন্ত্রের বদলে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা চায়, যার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ’। তাই জুলাই সনদ বাস্তবায়নে আমাদের সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা উচিত।”

আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তার সঙ্গে লড়াইয়ে রয়েছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ) এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) সহ আরও কয়েকজন প্রার্থী।

তফসিল অনুযায়ী, আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত