ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে ব্যর্থ মঞ্জুরুল আহসান মুন্সী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা–৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল মঞ্জুরুল আহসান মুন্সীর। তার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিটে নির্বাচন কমিশনের ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে আদালত ইসির সিদ্ধান্ত বহাল রাখেন এবং রিট আবেদন খারিজ করেন।
শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
রায়ের পর হাসনাত আবদুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু সাংবাদিকদের বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে আদালত ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করেছেন। আদালত সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। তবে তিনি চাইলে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যেতে পারবেন।
এর আগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্ট এই রিট আবেদনের শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন। তারও আগে, ১৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।
নির্বাচনী কার্যক্রম সূত্রে জানা যায়, প্রথম দফায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আপিলে অভিযোগ করা হয়, বিএনপির এই প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি ওই আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন এবং একই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক