ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ঢাকা-১৩ আসনে ধানের শীষ পেলেন ববি হাজ্জাজ

২০২৬ জানুয়ারি ২১ ১৩:০২:৪৯

ঢাকা-১৩ আসনে ধানের শীষ পেলেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক হাতে পেয়েছেন। একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক রিকশা প্রতীকের অধিকারী হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী, যিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন।

এ প্রসঙ্গে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন (ইসি) আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত