ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পক্ষ থেকে নিজের বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে দেওয়া এই কঠোর সতর্কবার্তায় তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে ‘কেটি প্যাভলিচ টুনাইট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প বলেন, ইরানের এমন হুমকি দেওয়া উচিত নয়। তিনি জানান, আগেই স্পষ্ট নির্দেশনা দিয়ে রাখা হয়েছে—তার সঙ্গে যদি কোনো ধরনের অঘটন ঘটে, তাহলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।
ট্রাম্প আরও জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের সম্ভাব্য হত্যাচেষ্টার বিষয়ে সতর্ক করেছিলেন। সে সময় তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, এই হুমকির পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি জনসমক্ষে আনা। তার মতে, এমন সংকটময় পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
ট্রাম্প জোর দিয়ে বলেন, তার দেওয়া নির্দেশনা একেবারেই স্পষ্ট। যদি তার ওপর কোনো হামলা হয়, তাহলে ইরান পৃথিবীর মানচিত্র থেকেই বিলীন হয়ে যাবে। তিনি আগেও একাধিকবার একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনর্বহাল এবং কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পরই ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান এমন কিছু করেনি, তবে করলে পরিণতি হবে ভয়াবহ। এটি ব্যক্তিগত কোনো বিষয় নয়—হত্যাচেষ্টা হলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকত না।
এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায়ও দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডগুলো আপাতত বন্ধ রয়েছে বলে তাকে জানানো হয়েছে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘গ্রাস’ করার চেষ্টা করছে। খামেনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে দেশের অভ্যন্তরীণ অপরাধী ও আন্তর্জাতিক অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক