ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
বৈদেশিক ঋণের চাপ কমাতে পুঁজিবাজারে জোর দেবে বিএনপি: খসরু
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের প্রয়োজনীয় অর্থের জোগান দিতে বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা কমিয়ে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের বিপরীতে বন্ড ছেড়ে ঋণ নির্ভরতা কমানো সম্ভব এবং আগামীতে বিএনপি এই সংস্কৃতি চালু করতে চায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘পোস্ট ইলেকশন ২০২৬ হরিজন: ইকোনমি পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, "বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যাংকের ওপর নির্ভর করা হয়, যা আসলে পুঁজিবাজার থেকে হওয়া উচিত ছিল। পুঁজিবাজার কার্যকর না থাকায় সরকারকে আইএমএফ-এর কঠিন শর্তে ঋণ নিতে হচ্ছে। অথচ সিটি কর্পোরেশন, পৌরসভা বা রেলওয়ের মতো প্রতিষ্ঠানগুলো মিউনিসিপ্যাল বন্ড বা সার্বভৌম বন্ড ছেড়ে বড় প্রকল্পের অর্থায়ন করতে পারত।" তিনি আরও যোগ করেন, সঠিক পরিবেশ তৈরি করতে পারলে জেপি মরগানের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও বাংলাদেশের জন্য বন্ড ছাড়তে আগ্রহী হবে।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভিয়েতনাম ও চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্যারিফ জটিলতায় থাকলেও বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিদেশিরা বিনিয়োগের জন্য নির্বাচনের অপেক্ষা করছেন। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সবাই বিনিয়োগে উৎসাহিত হবেন।
বাজার ব্যবস্থাপনায় আস্থার সংকটের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, গত কয়েক বছর ধরে ‘গারবেজ অ্যাকাউন্ট’ বা ভুয়া হিসাব দিয়ে সমস্যা ঢাকা হয়েছে, যা এখন ব্যাংকিং খাতকে গভীর সংকটে ফেলেছে। আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই হিসাবগুলো পরিষ্কার করা এবং বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনা। তিনি বাজারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রায় ২৫০টি বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগকারী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)