ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। তারা বৈঠকে আসন্ন গণভোট ও নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসাও উপস্থিত ছিলেন।
এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
বৈঠকে এনসিপি নেতারা নির্বাচন ও গণভোট সংক্রান্ত পর্যবেক্ষণ ও উদ্বেগগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দলের সব স্তরের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন।
এনসিপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ও পরামর্শ তিনি সরকারকে তাৎক্ষণিকভাবে জানাবেন। সরকারের পক্ষ থেকে যা সম্ভব তা করা হবে এবং কেউ আইন অমান্য করতে পারবে না।
তিনি আরও জানান, নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। তিনি বলেন, “এ নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণ করবে এবং সুষ্ঠু ও সুষ্ঠু হতে হবে।”
ড. ইউনূস জানিয়েছেন, অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সব কেন্দ্র মনিটর করা হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা চালাচ্ছে। জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কেন ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ এবং এর ফলে কী পরিবর্তন আসবে।
তিনি সকলকে আহ্বান জানান, এই নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর হয়, তাতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল সকলের সহযোগিতা প্রয়োজন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল