ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ডিসির শোকজের এখতিয়ার নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

২০২৬ জানুয়ারি ১৯ ১৯:৩৫:২৮

ডিসির শোকজের এখতিয়ার নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাকে দেওয়া শোকজ নোটিশ এবং জরিমানার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, "ডিসি সাহেব আমাকে সশরীরে হাজির হতে কোন এখতিয়ারে আদেশ দেন? নির্দেশ দেওয়ার ক্ষমতা কমিশনের, ডিসির নয়।"

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রুমিন ফারহানা অভিযোগ করেন, একই অপরাধের জন্য তাকে তিনবার শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, "আমাকে প্রথমে ৫ হাজার ও পরে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর সরাইলের ইউএনও বিচারিক কমিটির কাছে চিঠি পাঠালেন এবং সর্বশেষ ডিসি সাহেব শোকজ নোটিশ পাঠালেন, যা আমি হাতে পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অপরাধের জন্য তিনটি শাস্তি দেওয়া কি আইনসম্মত?"

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তিনি বলেন, "বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ আল হাবিব জনসভা করছেন, গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন। এসবের ভিডিও ও ছবি আমি ডিসি সাহেবকে দেখানোর পরও তাকে এক টাকাও জরিমানা করা হয়নি। দেড় ঘণ্টা উনার সামনে বসে থেকেও আমি জানতে পারিনি জোটের প্রার্থীকে কত টাকা জরিমানা করা হয়েছে। এতেই স্পষ্ট যে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে।"

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে তাকে 'টিস্যু পেপার' বলে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে উল্লেখ করে রুমিন বলেন, "এসব বিষয়ে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০১৮ সালের মতো পরিবেশ থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখছি, ডিসি সাহেব কোন এখতিয়ারে আমাকে উপস্থিত হতে বললেন এবং বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায়?"

সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এবং প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত