ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জনগণের দানে নির্বাচন করবে এনসিপি, ক্রাউড ফান্ডিং শুরু

২০২৬ জানুয়ারি ১৯ ১৮:৩১:১৭

জনগণের দানে নির্বাচন করবে এনসিপি, ক্রাউড ফান্ডিং শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে বড় কোনো প্রতিষ্ঠান বা প্রভাবশালী ব্যক্তির অর্থের ওপর নির্ভর না করে সাধারণ মানুষের ক্ষুদ্র অনুদানে নির্বাচনী প্রচারণার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ‘ক্রাউড ফান্ডিং’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল জানান, তাদের প্রার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এ লক্ষ্যে প্রতিটি প্রার্থীর পোস্টারে একটি করে ‘কিউআর কোড’ সংযুক্ত থাকবে। কোনো ভোটার চাইলে তার পছন্দের প্রার্থীকে সরাসরি অনুদান দিতে পারবেন। এতে করে প্রার্থীরা কত টাকা পেলেন এবং তা কোথায় খরচ করছেন, তার একটি স্বচ্ছ চিত্র জনগণের সামনে থাকবে।

ফরহাদ সোহেল বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ঋণখেলাপিদের বৈধতা দেওয়ার প্রক্রিয়াকে ‘নাটক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা চাই না আমাদের প্রার্থীরা কোনো অনৈতিক দায়বদ্ধতা নিয়ে সংসদে যাক। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই।”

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, নীতিগত কারণেই তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অঙ্কের অনুদান গ্রহণ করছেন না। সাধারণ মানুষের ১০ বা ১০০ টাকার মতো ক্ষুদ্র অনুদানই হবে তাদের রাজনৈতিক শক্তির মূল উৎস। অনুদান প্রক্রিয়া সহজ করতে তারা একটি ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন, যার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে যে কেউ টাকা পাঠাতে পারবেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা নয়, বরং জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ থাকতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় সংগৃহীত অর্থের পাই পাই হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত