ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০২৬ জানুয়ারি ১৯ ১৭:৫৭:০৬

তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন। এছাড়া ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পদস্থ কর্মকর্তারাও রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত